ঢাকা ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে আত্মনিয়োগ করাই হোক জেলহত্যা দিবসের শপথ : রবি ভিসি

মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে আত্মনিয়োগ করাই হোক জেলহত্যা দিবসের শপথ : রবি ভিসি

জেলহত্যা দিবস উপলক্ষ্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আয়োজিত ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে রবির প্রফেসর (ভিসি) ড. মো: শাহ্ আজম বলেন, জেলের ভেতরে ১৯৭৫ সালের ৩ নভেম্বর জাতীয় ৪ নেতাকে নৃশংসভাবে হত্যা করা হয়। এ দিন ইতিহাসের এক কলঙ্কময় দিন। দেশকে পাকিস্তানি ধারায় পরিচালিত করতে যারা ষড়যন্ত্র করেছিল, মুক্তিযুদ্ধের চেতনাকে যারা দেশ থেকে মুছে দিতে চেয়েছিল, জাতির পিতাকে যারা হত্যা করেছিল, হত্যাকান্ডের মাধ্যমে যারা ক্ষমতা করায়ত্ত করেছিল, তারাই জেলহত্যার এ জঘন্য অপরাধের আসামি। জাতীয় চার নেতা, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী, এ এইচ এম কামারুজ্জামান এঁরা সকলেই মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী নেতা। তাঁরা জাতির পিতার বিশ্বস্ত সহচর। তাঁরা বঙ্গবন্ধুর সাথে, আওয়ামীলীগের সাথে বিশ্বাসঘাতকতা করেননি বলেই এভাবে তাঁদের প্রাণ দিতে হয়েছে। তাঁদের রক্তের ঋণ শোধ করতে, মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে আত্মনিয়োগ করাই হোক জেলহত্যা দিবসের শপথ।

ওয়েবিনারে রবির শিক্ষক সমিতির সভাপতি ড. মো: ফখরুল ইসলাম বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর ৩ নভেম্বর আরো এক কলঙ্কিত দিন। জেলখানার মতো নিরাপদ স্থানে জাতীয় নেতাদের হত্যা ইতিহাসের নজিরবিহীন, মর্মান্তিক ঘটনা। নেতার প্রতি, আদর্শের প্রতি এমন আনুগত্যের নিদর্শন রেখে তাঁরা আমাদের জন্য শিক্ষা ও অনুপ্রেরণার বার্তা দিয়ে গেছেন। মুক্তিযুদ্ধের চেতনায় দেশগড়ার সংগ্রামে নিজেদের সর্বান্তকরণে নিয়োজিত করার মাধ্যমে নেতাদের রক্তের ঋণ শোধ করতে সচেষ্ট হতে হবে। এ ওয়েবিনারে রবির রেজিস্ট্রার সোহরাব আলী, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, শিক্ষকগণ, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণ সংযুক্ত ছিলেন।

মুক্তিযুদ্ধ,চেতনা,ভিসি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত